তানজিলা আক্তার রুবি, আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ৬ জুলাই বাংলাদেশ যুবমহিলা লীগ আটপাড়া উপজেলার উদ্যোগ যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়, সকালে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে ভাব গাম্ভীর্যে নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়, কোভিড -১৯ কারনে দলীয় কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে যুবমহিলা লীগের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, ও আন্দোলন সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করা হয়, তানিয়া নাজনীন চৌধুরী রেখা সভাপতিত্বে, আলোচনা করেন , নেএকোনা জেলা আওয়ামী লীগের সদস্য আটপাড়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম রোকন,, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাইদুল হক তালুকদার, হাজী মোজ্জামেল, শাহজাহান কবীর, সদস্য বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমদ, কামারুজ্জামান কাজল, নেএকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি রাশেদুল হাবিব ভুঁইয়া ইকবাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কবীর তালুকদার, যুব মহিলা লীগের সালমা, ইয়াছমিন,, সাহারা, পরাগ, আনু, সুজানা, ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান উজ্জ্বল, সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় ২০০১জাতীয় নির্বাচনে পরবর্তী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর বি এন পি জামাত জোটের নির্যাতনের অবস্থার কথা তুলে ধরে বলেন, এমনই এক দুঃসময়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশ যুবমহিলা লীগ প্রতিষ্ঠা করেন, অধ্যাপক অপু উকিলের নেতৃত্বে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে বাংলাদেশ যুবমহিলা লীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী তে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া - আটপাড়া মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল , ও সাবেক সংসদ সদস্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সভার সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফলতা কামনা করে, প্রত্যেক কর্মীদের তাদের নিজ বাড়ির আঙিনায় ফলজ ও বনজ গাছ লাগানোর পরামর্শ দেন।
No comments:
Post a Comment