মোঃ রফিকুল ইসলাম, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বারুদিয়া গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত ২ শিশুর নাম মাহফুজ (৭) ও মহন (৮)। তারা বারুদিয়া গ্রামের মনির হোসেন ও কাঞ্চন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় তারা দুপুরে বাড়ি থেকে বের হয় শাপলা আনার উদ্দেশ্যে। পরে অনেক সময় দেরী হয়ে গেলে শিশু দুটি না ফিরলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়।পরবর্তীতে বাড়ির পাশের ডোবায় তাদের লাশ ভাসতে দেখা যায়।পরবর্তীতে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।
মৃত ২ শিশু স্থানীয় কোনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।এ ঘটনায় পুরো এলাকার মানুষের মধ্য শোকের ছায়া নেমে এসেছে।
Nice
ReplyDelete