মহম্মদপুরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা, অন্তসত্তা নারী - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

17 July, 2020

মহম্মদপুরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা, অন্তসত্তা নারী

মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করেছেন ১৯ বছর বয়সী এক নারী। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় ওই নারী এখন অন্তসত্তা হয়ে পড়েছে বলে অভিযোগে বলা হয়। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম মতলেব মোল্যা (৬০)। তিনি খালিয়া মধ্যপাড়া এলাকার মৃত নাকো মোল্যার ছেলে। 

অভিযোগে বলা হয়, মতলেব মোল্যা ১৯বছরের ওই নারীকে বেশ কিছু দিন পূর্বে থেকে আজে বাজে কথা বলে উত্যক্ত করে আসছিল।  বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে গত ৮ ফেব্রুয়ারী থেকে তাকে ধর্ষণ করতে থাকে। বিষয়টি যাতে কাউকে না বলে তার জন্য তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে জুলাই মাসের ৮ তারিখ ডাক্তারি পরীক্ষার পর জানতে পারে সে অন্তসত্তা হয়ে পড়েছে। 

এ ব্যাপারে মহম্মদপুর থানার ‍ওসি তারক বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

1 comment: