মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ COVID_19 আপডেট (০৮.০৭.২০২০ ইং)
(বুধবার সকাল পর্যন্ত)
গত ২৪ ঘন্টায় মোটঃ
নমুনা পাঠানো হয়েছে-৩৫ টি।
প্রাপ্ত রিপোর্ট সংখ্যা-৩৪ টি।
রিপোর্টে করোনা পজিটিভ-০৭ টি।
রিপোর্টে করোনা নেগেটিভ-২৭ টি।
নতুন সুস্থ-০৮ জন।
নতুন মৃত্যু-০১ জন (মাগুরা সদর উপজেলায়)।
অদ্যাবধি মোটঃ
সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে-১৯০৯ টি।
মোট রিপোর্ট সংখ্যা-১৬১৬ টি।
মোট করোনা পজিটিভ-১৭৩ জন।
মোট করোনা নেগেটিভ-১৪৪৩ টি।
মোট সুস্থ-৬৯ জন।
মোট মৃত্যু-০৭ জন।
উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যাঃ
মাগুরা সদর উপজেলা-১২২ জন (সদরে কর্মরত ০১ জন)।
শ্রীপুর উপজেলা-২১ জন।
মোহাম্মাদপুর উপজেলা-১৯ জন।
শালিকা উপজেলা-১১ জন।
উপজেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যাঃ
মাগুরা সদর উপজেলা-০৪ জন।
শ্রীপুর উপজেলা-০২ জন।
মোহাম্মাদপুর উপজেলা-০০ জন।
শালিকা উপজেলা-০১ জন।
বর্তমানে আইসোলেশনে আছেঃ
হোম আইসোলেশনে আছেন-৮৮ জন।
ঢাকাতে রেফার্ট করা হয়েছে-০৭ জন।
হাসপাতালে ভর্তি-০২ জন।
সরকারি নির্দেশনা অনুযায়ী আক্রান্তদের নাম, মোবাইল নাম্বার ও ঠিকানা প্রকাশ করা হচ্ছে না।
সুত্রঃ সিভিল সার্জন অফিস, মাগুরা
সিভিল সার্জনের কিছু পরামর্শঃ
ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। গুজবে কান দিবেন না বা গুজব ছড়াবেন না। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
গুড জব
ReplyDeleteNice
ReplyDeleteGood job
ReplyDeletewow
ReplyDeleteSad
ReplyDelete