নদী ভাংগনের ভয়ে নির্ঘুম রাত যাপন করছে গড়াই পারের সাধারন মানুষ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

21 July, 2020

নদী ভাংগনের ভয়ে নির্ঘুম রাত যাপন করছে গড়াই পারের সাধারন মানুষ

মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কমলাপুর থেকে ৮ নং ওয়ার্ড দোরানগর পর্যন্ত গরাই নদীর ভাঙ্গনে ঘর বাড়ি হারা পরিবারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এলাকা বাসির বলছে স্হানীয় সরকার এর কাছে বার বার বলা সত্তেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে আতংকে দিন রাত পার করছে নদীর পারের মানুষ গুলো। যে কোন মুহুতে বিলিন হয়ে যেতে পারে অসংখ্য ঘরবাড়ী। স্হানীয়রা নিজেদের উদ্দোগ্যে জীবনের ঝুকি নিয়ে বাঁশ, গাছের ডাল-পালা ও কিছু সিমেন্টের পিলার দিয়ে বাঁধ নির্মান করেছেন। 

কিন্ত তাতেও কোন সু-ফল পাওয়া যাচ্ছেনা। নদীর প্রচন্ড স্রোতে সব কিছু বিলিন হয়ে যাচ্ছে দিন দিন। আজ স্ব-শরিরে ঘটনা স্হান পরিদর্শন ও জনগনের সাথে কথা বলে বোঝা গেলো যে সবাই নদী ভাংগনের চরম আতংকে রাত্রি অতিবাহিত করছে।

নদী ভাঙ্গন রোধে কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য ইউএনও শ্রীপুর উপজেলা ও উদ্ধর্তন কতৃপক্ষে সু-দৃষ্টি কামনা করছি।

No comments:

Post a Comment