মোঃএনায়েত হোসেন, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর জেলার একমাত্র বৃহত্তম বাণিজ্য কেন্দ্র চরমুগরীয়ার প্রধান সড়কের একি বেহাল দশা।মাদারীপুর সদর জেলার এক মাত্র বৃহত্তম বাণিজ্য কেন্দ্র চরমুগরীয়া দীর্ঘ দিন যাবৎ রাস্তার অবস্থা জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই পথচারীদের পায়ে হাটার আর কোন উপায় থাকেনা। রিক্সা, ভ্যান, অটো কোনটাই আর রাস্তায় চলতে চায়না। বাজারের দোকানদাররা জানান, বৃষ্টির পানিতে ড্রেন সহ অনেক খাদা খন্দক পানির নিচে তলিয়ে থাকার ফলে কোন কোন সময় পথচারী পড়ে গিয়ে হাত পা কাটা সহ গুরুতর আঘাত পায়। রিক্সা গাড়ি উল্টে পড়ে আঘাত পায়। এক দিকে করোনার জন্য মানুষ ঘর থেকে বের হতে চায়না অন্য দিকে হাত পা ভাঙ্গা বা কাটার ভয়ে রাস্তায় কোন যানবাহন চলাচল করেনা এ যেন মারার উপরে খরার গাঁ।
মাদারীপুর সদর জেলার একমাত্র বৃহত্তম বাণিজ্য কেন্দ্র চরমুগরীয়ার প্রধান সড়কের একি বেহাল দশা।মাদারীপুর সদর জেলার এক মাত্র বৃহত্তম বাণিজ্য কেন্দ্র চরমুগরীয়া দীর্ঘ দিন যাবৎ রাস্তার অবস্থা জরাজীর্ণ। একটু বৃষ্টি হলেই পথচারীদের পায়ে হাটার আর কোন উপায় থাকেনা। রিক্সা, ভ্যান, অটো কোনটাই আর রাস্তায় চলতে চায়না। বাজারের দোকানদাররা জানান, বৃষ্টির পানিতে ড্রেন সহ অনেক খাদা খন্দক পানির নিচে তলিয়ে থাকার ফলে কোন কোন সময় পথচারী পড়ে গিয়ে হাত পা কাটা সহ গুরুতর আঘাত পায়। রিক্সা গাড়ি উল্টে পড়ে আঘাত পায়। এক দিকে করোনার জন্য মানুষ ঘর থেকে বের হতে চায়না অন্য দিকে হাত পা ভাঙ্গা বা কাটার ভয়ে রাস্তায় কোন যানবাহন চলাচল করেনা এ যেন মারার উপরে খরার গাঁ।
No comments:
Post a Comment