মাদারীপুর জেলায় বন্যায় হাজার হাজার মানুষ ঘর বন্দি - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

21 July, 2020

মাদারীপুর জেলায় বন্যায় হাজার হাজার মানুষ ঘর বন্দি

মোঃএনায়েত হোসেন
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলা সহ ৪টি উপজেলার নিম্ন অঞ্চলের হাজার হাজার পরিবার পানি বন্দি হয়ে পরছে। পদ্মা সহ কুমার নদি,আরিয়ালখাঁ নদির পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হুমকির মুখে পড়েছ মাদারীপুর জেলা শহর রক্ষাবাদ। গবাদি পশুর খাবার সংকটে। অপর দিকে করোনার আক্রমণ বেরেই চলেছে এতে করে দিশেহারা হয়ে পরছে বন্যায় কবলিত পরিবারগুলো।
এ ব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক জানান খুব তারাতারি বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণের ব্যাবস্থা করা হবে।
অপর দিকে পদ্মার পানি বেড়ে যাওয়ায় প্রচুর স্রোত দেখায় কাওরাকান্দি ফেরিঘাট ঘাট হুমকির মুখে পড়েছে সকল ফেরি ও  নৌযান।

No comments:

Post a Comment