মোঃএনায়েত হোসেন,মাদারীপুর জেলা প্রতিনিধি:
করোনায় মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় ভয়াবহ রুপধারন করছে। প্রতিদিন করোনায় আক্রান্ত রুগির সংখ্যা একটু কোমলে ও করোনায় আক্রান্তের শংখ্যা থেমে নেই । অপর দিকে সরকারি সংবাদে জানা যায় গত ১৩ দিন লকডাউন থাকার পড়ে আজ মাদারীপুর সদর জেলা সহ ৪ উপজেলার লকডাউন তুলেনিয়ে সমস্হ দোকান পাট, ব্যাবসা জানিজ্য সকাল থেকে সন্ধ ৭ টা প্রযন্ত খোলা থাকবে। অপর দিকে মাদারীপুর সদর জেলায় করোনায় উপসর্গ নিয়ে মৃতু বরন করেন ২ জন রাজৈর উপজেলায় ২ জন কালকিনি উপজেলায় ১ জন ও শিবচর উপজেলায় ২ জন। মাদারীপুর সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম জানান, মাদারীপুর জেলায় করোনা সনাক্ত করন উপকরন পর্যাপ্ত না থাকায় আমরা ঠিকমত সাস্থ্য সেবা দিতে পারছিনা। সবচেয়ে বড় সমস্যা হল মাদারীপুর জেলার ৪ উপজেলার সকল নমুনা ঢাকায় পাঠিয়ে টেস্ট রিপোর্ট হয়ে আসতে অনেক সময় সাপেক্ষ। যদি মাদারীপুর জেলায় করোনার টেস্ট করার ল্যাব থাকলে হয়তো আমাদের এতো সমস্যায় পড়তে হতোনা। কোন কোন সময় দেখা যায় রুগির দেয়া ঠিকানা ছেড়ে পালিয়েছেন। যদি আরো দ্রত টেস্ট রিপোর্ট পাওয়া যায় তাহা হলে সাস্থ্য সেবা আরো নিশ্চিত করা যেতো।
মাদারীপুর সদরের লকডাউন তুলেনেয়ার প্রথম দিন সকালের ছবি।
No comments:
Post a Comment