মাদারীপুর নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৭​ জন​ মৃতু ৭ জন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

01 July, 2020

মাদারীপুর নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৭​ জন​ মৃতু ৭ জন

মোঃএনায়েত হোসেন,মাদারীপুর জেলা প্রতিনিধি:
করোনায় মাদারীপুর জেলার ৪ টি উপজেলায় ভয়াবহ রুপধারন করছে। প্রতিদিন করোনায় আক্রান্ত রুগির সংখ্যা একটু কোমলে ও করোনায় আক্রান্তের শংখ্যা থেমে নেই । অপর দিকে সরকারি সংবাদে জানা যায় গত ১৩ দিন লকডাউন থাকার পড়ে আজ মাদারীপুর সদর জেলা সহ ৪ উপজেলার লকডাউন তুলেনিয়ে সমস্হ দোকান পাট, ব্যাবসা জানিজ্য সকাল থেকে সন্ধ ৭ টা প্রযন্ত খোলা থাকবে। অপর দিকে​ মাদারীপুর সদর জেলায় করোনায়​ উপসর্গ নিয়ে মৃতু বরন করেন ২ জন রাজৈর উপজেলায় ২ জন কালকিনি উপজেলায় ১ জন ও শিবচর উপজেলায় ২ জন। মাদারীপুর সদর হাসপাতালের​ সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম জানান, মাদারীপুর জেলায় করোনা সনাক্ত করন উপকরন পর্যাপ্ত না থাকায় আমরা ঠিকমত সাস্থ্য সেবা দিতে পারছিনা। সবচেয়ে বড় সমস্যা হল মাদারীপুর জেলার ৪ উপজেলার সকল নমুনা ঢাকায় পাঠিয়ে টেস্ট রিপোর্ট হয়ে আসতে অনেক সময় সাপেক্ষ। যদি মাদারীপুর জেলায় করোনার টেস্ট করার ল্যাব থাকলে হয়তো আমাদের এতো সমস্যায় পড়তে হতোনা।​ ​ কোন কোন সময় দেখা যায়​ রুগির দেয়া ঠিকানা ছেড়ে পালিয়েছেন। যদি আরো দ্রত টেস্ট​ রিপোর্ট​ পাওয়া যায় তাহা হলে সাস্থ্য সেবা আরো নিশ্চিত করা যেতো।
মাদারীপুর সদরের লকডাউন তুলেনেয়ার প্রথম দিন সকালের ছবি।

No comments:

Post a Comment