রাজাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 July, 2020

রাজাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান আশিক,ঝালকাঠি প্রতিনিধি​:
 ঝালকাঠির রাজাপুরের মধ্য মনোহরপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান সোহেল (১৯) কে আটক করেছে RAB। সোহেল পূর্ব ফুলহার গ্রামের মৃত রুস্তুত আলী খানের ছেলে। RAB সূত্র ১২ জুলাই সন্ধ্যায় জানায়, দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। RAB-8 এর সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে রাজপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

No comments:

Post a Comment