রবীন্দ্রনাথের,
জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে--
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।
মইনুল ইসলাম মিশুক: হোমনা:
জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে--
এ জীবন নিত্যই নূতন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।
মইনুল ইসলাম মিশুক: হোমনা:
হোমনায় ছাত্রলীগ কর্তৃক কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরীর ৬০তম জন্মদিন পালন করা হয়। উক্ত জন্মদিনে সেলিমা আহমেদ মেরী আপার সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। জন্ম দিনের শুভেচ্ছা জানান;
ফয়সাল সরকার সভাপতি হোমনা উপজেলা ছাত্রলীগ, মোঃ ফোরকানুল ইসলাম(পলাশ) সাধারণ সম্পাদক
ফয়সাল সরকার সভাপতি হোমনা উপজেলা ছাত্রলীগ, মোঃ ফোরকানুল ইসলাম(পলাশ) সাধারণ সম্পাদক
হোমনা উপজেলা ছাত্রলীগ, শ্যামল সহ-সভাপতি হোমনা উপজেলা ছাত্রলীগ, মাকসুদ পারভেজ ছাত্রলীগ হোমনা উপজেলা শাখা যুগ্ন সাধারণ সম্পাদক,শরীফ সাংগঠনিক সম্পাদক হোমনা উপজেলা ছাত্রলীগ,মাঈনুল হাসান সাগর অর্থ বিষয়ক সম্পাদক হোমনা উপজেলা ছাত্রলীগ এবং এসময় আরও নেতা কর্মী উপস্থিত থেকে জন্মদিনটি উদযাপন করেন।
No comments:
Post a Comment