এম.কে.জামান সুমন,ডেমরা ঢাকা,প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানের মত মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিটিউট সংলগ্ন মহাসড়কের পাশে বিকেল ও সন্ধ্যার পর হতে মালবাহী ট্রাক, কার্গো ও কার্ভাডভ্যান অবস্থান নেয় ও অপেক্ষমান থাকে ভোর রাত ৪ টা পযর্ন্ত, কেননা এই সময়ের পূর্বে সিটির ভেতর প্রবেশ/বাহির হওয়ার অনুমতি নেই । আর এই কার্ভাডভ্যান এর আড়ালে এবং আশপাশের ছোট-বড় টং দোকান গুলোতে সন্ধ্যার পর থেকে ভাসমান পতিতারা অবস্থান নেয় । রাস্তায় ফ্লাড লাইট না থাকায় ও রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে পতিতারা পথচারী-ভ্যান-রিক্সা দিয়ে যাওয়া লোকজনকে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা চালায় । সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার বখাটে ছেলেরা এদের মদদ দেয় ও পতিতাদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকে এবং বিভিন্ন শ্রেনীর ড্রাইভার ও পথচারীরা এদের খদ্দের । সাধারণ লোকজন এতে বিরক্ত ।
বিষয়টিতে টহল পুলিশের তৎপরতা বাড়ানোসহ প্রশাসনের জোড়ালো নজর দেওয়া প্রয়োজন বলে এলাকাবাসী জোর দাবী জানান।
No comments:
Post a Comment