করোনার শুরু থেকে হোমনায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহে প্রধান টিম লিডার ডাক্তার মাহবুব গত ১২ দিন যাবত কোভিভ -১৯, করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন আমরা সকলেই জানি।
তিনি ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, গলাব্যথা, শরীর যন্ত্রণা- যা করোনার সবগুলো উপসর্গ-ই বহন করে যুদ্ধ করে যাচ্ছেন।
আমরা জানি, তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নিবেদিত এবং অল্প দিনে সাধারণ মানুষের প্রাণের প্রিয় ডাক্তার হয়ে উঠেছেন।
অক্লান্তভাবে মানুষের সেবা দিতে গিয়ে নিজের অজান্তেই মরণঘাতী এই ভাইরাসকে বহন করে যুদ্ধ করে চলেছেন।
তার সহকর্মী ও চিকিৎসক স্ত্রীর নিরলস চিকিৎসাসেবা আর মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ার বদৌলতে এখন তার শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নত বোধ করছেন এবং তার সম্পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিশেষ করে ডা. মাহবুব তার ঊর্ধ্বতন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুছ ছলাম সিকদার, ইউ এন ও তাপ্তি চাকমা, ডাক্তার মো. শহীদুল্লাহ, ডাক্তার সুব্রত, ডাক্তার ফারুক, ডাক্তার নিবিড়, ডাক্তার আবরারসহ সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে সংকটপূর্ণ মুহূর্তে শুভাকাঙ্খীরা ফোন করে তার খোঁজ খবর জানার জন্য উদগ্রীব ছিলেন;
কিন্তু অসুস্থতাজনিত কারণে সকলের ফোন রিসিভ করতে পারেননি, এতে অনেকেই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন;
তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে তিনি (ডাক্তার মাহবুব) ক্ষমা চেয়ে পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আমরা সকলেই তার পূর্ণ সুস্থতার জন্য পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি-
হে আল্লাহ, তুমি আমাদের প্রিয় ভাইটিকে পূর্ণ সুস্থতা দান করে আবারও মানুষের সেবায় নিবেদিত করো। আমিন।
Nice
ReplyDelete