জেলা প্রতিনিধি, চাঁদপুর:
বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, ওস্তাযুল ওলামা-ওস্তাযুল আসাতিযা, শেরে মিল্লাত, শাইখুল হাদিস, আল্লামা মুফতি ওবাঈদুল হক নঈমী সাহেব হুজুর আজ বিকালে ৪.১৫মিনিটে স্টোক করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শোকবার্তাঃ
আল্লামা মুফতি ওবাঈদুল হক নঈমী হুজুরের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত- হুজুরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং হুজুরের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি-
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতে চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠ পোশক ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামি ফ্রন্ট বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা নেতাগন গভীরভাবে শোকহত হন বলে জানিয়েছেন।চাঁদপুর বাংলাদেশের ইসলামি ফন্ট ইসলামি যুবসেনা ও বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা চাঁদপুর জেলা শোকবার্তায় জানিয়েছেন। শাহরাস্তি থানর বর্তমান বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা সভাপতি কামরুল ইসলাম জানান উনি ছিলেন
বাংলাদেশ নয় শুধু সরাবিশ্বে একজন নামকরা আলেমে দিন তাকে হারিয়ে আজ আলেম সমাজ বড় একটা ইলেম এ দিনকে হারিয়েছে এ জন্য নেতাবৃন্দগন শোকবার্তা জানিয়েছেন এবং আল্লাহ কাছে হুজুরকে প্রিয় হাবিব সাঃ এর উছিলায় জান্নাতুল ফেরদৌসের নসিব কামন করছি।
No comments:
Post a Comment