মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ COVID_19 আপডেট (০৬.০৬.২০২০ ইং)
(শনিবার সকাল পর্যন্ত)
★গত ২৪ ঘন্টায়ঃ
নমুনা পাঠানো হয়েছে -১০ টি।
প্রাপ্ত রিপোর্ট সংখ্যা-৩২ টি।
রিপোর্টে করোনা পজিটিভ-০০ টি।
রিপোর্টে করোনা নেগেটিভ-৩২ টি।
নতুন সুস্থ-০০ জন।
★অদ্যাবধি মোটঃ
সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে -৯০৫ টি।
মোট রিপোর্ট সংখ্যা-৭১১ টি।
মোট করোনা পজিটিভ-৩৫ জন।
মোট করোনা নেগেটিভ-৬৭৬ টি।
মোট সুস্থ -১৯ জন।
★বর্তমানেঃ
হোম আইসোলেশনে আছেন- ১৪ জন।
প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন-০১ জন। (ঢাকাতে রেফার্ড করা হয়েছে)
★ ★ ★
# ঘরে থাকুন।
# স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
# গুজবে কান দিবেন না বা গুজব ছড়াবেন না।
# নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
No comments:
Post a Comment