মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ প্রতিদিন কোর্টে কত মানুষ আসে। লোকে লোকারণ্য, মানুষের বসার জায়গা থাকে না। এর মধ্য বেশী কষ্ট করে নারীরা। কোন কোন নারী তাদের সন্তানকে দুগ্ধপান করানোর অবকাশও পায় না। এমন বাস্তবতায় মাগুরা জাজশীপে সিড়ির পাশে থাই গ্লাসের পার্টিশন করে স্থাপিত হলো ‘মা ও শিশু কর্নার’। নামকরণ হয়েছে ‘মাতৃছায়া’। এখানে বাচ্চাদের জন্য খেলনা আছে, দেয়াল শিশুতোষ বর্ণিল চিত্রে সাজানো। দেয়ালে বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ, নজরুল, বীরশ্রেষ্ঠদের লেমিনেটেট ছবি। শিশুর অনুসন্ধিৎসু মন প্রশ্ন করুক এরা কারা? বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, আছে বসার জন্য বেঞ্চ , বিচারপ্রার্থী নারী ও শিশুরা এখানে একটু বিশ্রাম নিতে পারবে। এককোনায় নামাজের জন্য জলচৌকি আছে। আজ মা ও শিশু কর্ণারটির উদ্বোধণ করলেন জনাব কামরুল হাসান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, মাগুরা। এ সময় উপস্হিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুন্ডু, চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব জিয়াউর রহমান জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ত্র্যাড. রাশেদ মাহমুদ শাহিন প্রমুখ৷
16 June, 2020

মাগুরায় মা ও শিশু কর্ণারের উদ্বোধণ
Tags
# জেলা সংবাদ
# মাগুরা
Share This
About সম্পাদক
মাগুরা
ট্যাগ
জেলা সংবাদ,
মাগুরা
Subscribe to:
Post Comments (Atom)
আলোর পথ সম্পর্কে
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল আলোর পথ। সকলের সহযোগিতা নিয়ে দেশের মানুষের নিকট সঠিক তথ্য পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে যাচ্ছে আলোর পথ টিম।
No comments:
Post a Comment