মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের সদস্য নবুয়ত আলীর বিরুদ্ধে তার স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্য নবুয়ত আলীর স্ত্রী মোছাঃ রোজিনা সুলতানা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট তার ওপর তার স্বামির নির্যাতনের বর্ণনা দিয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে মোছাঃ রোজিনা সুলতানা জানিয়েছেন, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তার স্বামী নবুয়ত আলী তার নিজের ও তার সন্তানের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন। ইউপি সদস্য নবুয়ত আলী তাদের পরিবারের কোন খোঁজ-খরব নেন না এমন কি কোন ভরণ-পোষণও দেন না। উপরন্তু অন্য এক বিবাহিত মহিলাকে বিয়ে করে তাকে নিয়ে অন্যত্র ঘর-সংসার করছেন। এদিকে তার ও তার সন্তানদের জন্য সংসার খরচ বাবদ কোন টাকা পয়সা চাইলে গালি-গালাজ করেন এবং চিরতরে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। বেঁচে থাকার তাগিদে এখন বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে তার সন্তানকে লেখাপড়া শেখাচ্ছেন এবং সংসারের ভোরণ-পোষণ যোগাচ্ছেন।
এ ব্যাপারে রোজিনা সুলতানা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত ইউপি সদস্য নবুয়ত আলী বলেন, আমার পারিবারিক কোন সমস্যা নেই। তিনি বিবাহিত অন্য এক মহিলাকে বিয়ে করার কথা স্বীকার করে জানান, তিনি দুই স্ত্রীকে দুই বাড়িতে রেখেেেছন। আর অভিযোগকারী স্ত্রী’র সাথে তার সব সমস্যা মিটমাট হয়ে গেছে। সুবিধাজনক সময়ে সে তার অভিযোগ প্রত্যাহার করে নিবে। তবে রোজিনা সুলতানার সঙ্গে কথা বললে তিনি বলেন, স্বামী নবুয়ত আলীর সঙ্গে তার সমস্যার কোন সমাধানই হয়নি। তাই অভিযোগ পত্র প্রত্যাহার করার কোন প্রশ্নই ওঠেনা।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, বিষয়টি আমলে নিয়ে এক সদস্যের প্রাথমিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সম্পন্নের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments:
Post a Comment