মাগুরায় মাস্ক না পরায় অর্থ দন্ড - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

05 June, 2020

মাগুরায় মাস্ক না পরায় অর্থ দন্ড


মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. আশরাফুল আলম এর নির্দেশনায় গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শেখ মোঃ রাসেল, জেলা পুলিশ সহযোগে সদর উপজেলার ধলহরা, চাঁদপুর, সিরিজদিয়া, আলোকদিয়া, বড়ই, বারাশিয়া প্রভৃতি বাজার এলাকা সমুহে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বিকাল চারটার পর দোকান সমুহ খোলা রাখায় ও মাস্ক না পরায় বেশ কয়েকজনকে অর্থদন্ড দেওয়া হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। জেলা প্রশাসনের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।

No comments:

Post a Comment