শ্রীপুরে অত্যাধুনিক ডক্টর’স সেফটি চেম্বার চালু - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

06 June, 2020

শ্রীপুরে অত্যাধুনিক ডক্টর’স সেফটি চেম্বার চালু


মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের অত্যাধুনিক ডক্টর’স সেফটি চেম্বারের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের আর্থিক অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এটি নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয়। ডক্টর’স সেফটি চেম্বারের মাধ্যমে রোগী স্পর্শ ছাড়াই তাপমাত্রা মাপা,বিপি দেখা সম্ভব, মাইক্রোফোনের মাধ্যমে রোগীর সাথে কথোপকথোন বা রোগীর রোগ সম্পর্কে ধারনা করা সম্ভব। রোগীকে স্পর্শ করার জন্য হ্যান্ড গ্লাভস লাগানো হয়েছে যার সাহায্যে ডাক্তার ভিতর থেকে হাতের সাহায্যে রোগীকে স্পর্শ করতে পারবেন।

শনিবার সকাল ১০ টায় মাগুরা জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা ডক্টর চেম্বার-এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রঈসউজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আহসান হাসিব, ডা. শুভ্রাতিথি গোম্বামী, ডা. তানজিদা রুবাইয়াৎ, ডা. মোহাম্মদ আবু সাঈদ, ডা. মোঃ আরিফ আল মামুন মিঠু প্রমূখ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী হিসেবে দেখা দিয়েছে। এ কারণে ডাক্তার এবং রোগীর সুরক্ষায় আমাদের মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় মাগুরা জেলার মধ্যে এই প্রথম এটি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সের উদ্বোধন করা হল।

No comments:

Post a Comment