মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ COVID_19 আপডেট (০৪.০৬.২০২০ ইং)
(বৃহঃপতিবার সকাল পর্যন্ত)
★গত ২৪ ঘন্টায়ঃ
নমুনা পাঠানো হয়েছে -৩৭ টি।
প্রাপ্ত রিপোর্ট সংখ্যা-২৭ টি।
রিপোর্টে করোনা পজিটিভ-০৫ টি। এর মধ্যে মাগুরা সদরের ০৪ জন এবং শ্রীপুর উপজেলা ০১ জন।
রিপোর্টে করোনা নেগেটিভ-২২ টি।
নতুন সুস্থ-০০ জন।
★অদ্যাবধি মোটঃ
সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে -৮৬৯ টি।
মোট রিপোর্ট সংখ্যা-৬৭৯ টি।
মোট করোনা পজিটিভ-৩৫ জন।
মোট করোনা নেগেটিভ- ৬৪৪ টি।
মোট সুস্থ -১৯ জন।
★বর্তমানেঃ
হোম আইসোলেশনে আছেন- ১৪ জন।
প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন-০১ জন। (ঢাকাতে রেফার্ড করা হয়েছে)
সবাইকে সর্তক করতে ও পাঠাকদের অনুরোধে মাগুরায় আজ করোনা সনাক্ত ৫ জনের নাম প্রকাশ করা হলো...
আক্রান্তরা হচ্ছেন, শহরের পশুহাসপাতাল পাড়ার কানু দাস, ভায়না গ্রামের নাহিদ খন্দকার, নিজনান্দুয়ালী গ্রামের ভাড়াটিয়া পূর্বে আক্রান্ত পুলিশ সদস্য সুফিয়ানের শিশু পুত্র, সদর উপজেলার কুল্লিয়া গ্রামের আল আমিন এবং শ্রীপুর উপজেলার মালায়নগর গ্রামের ওসমান আলী। এনটিভি কে জানালেন মাগুরা সিভিল সার্জন।
★ ★ ★
# ঘরে থাকুন।
# স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
# গুজবে কান দিবেন না বা গুজব ছড়াবেন না।
# নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
No comments:
Post a Comment