স্টাফ রিপোর্টারঃ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের জানাজা ও দাফনে প্রতিবেশীরা এগিয়ে না আসার খবর আসছে সারাদেশ থেকে। এমতাবস্থায় গাজীপুরে কিছু বিভিন্ন পেশার মানুষ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তারা এ রোগের উপসর্গে মৃত ব্যক্তির জানাজাসহ কাফন-দাফন করবেন।
তাকওয়া ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় এ কাজে এগিয়ে আসার কথা জানিয়েছেন।
এদিকে মৃত ব্যক্তিদের জানাজার জন্য সব প্রকার সামগ্রী প্রস্তুত করেছে সংগঠনটি। এতে ওই সামাজিক সংগঠনের ব্যানারে সেবামূলক এ কাজে আত্মদানের জন্য প্রশংসা করেছেন এলাকাবাসী।
জানা যায়, বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ দেশে বেড়েই চলছে। আর এ ভাইরাসে এ পর্যন্ত যারাই মৃত্যুবরণ করেছেন তাদের দাফন কাফনের জন্য লোক এগিয়ে আসছে না ।
বিশেষ করে প্রতিবেশী তো দূরের কথা, বিভিন্ন জায়গায় নিজ সন্তানও দাফনকাফন করতে আসছেন না। এতে এ ভাইরাসের উপসর্গ নিয়ে মৃতদের দাফনকাফন নিয়ে গাজীপুরে সর্বত্রই হতাশা বিরাজ করছিল। ঠিক এমতাবস্থায় করোনাভাইরাসে উপসর্গ হয়ে মৃত্যুবরণ করলে কাফনদাফনের উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক এই সংগঠনটি।
আমিন মুস্তফা নামের এই সংগঠন এই সংগঠন এর সদস্য বলেন, এই সংগঠনটি গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করবেন। এতে ওই নেতৃবৃন্দের প্রশংসা করছেন এলাকার সর্বস্তরের মানুষ।
এ দলের অন্যান্য সদস্য হলেন-
আল্লামা মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া -01711580938
আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান দাঃবাঃ-01715157339
আলহাজ্ব হাফেজ নিজাম উদ্দীন-01977576995
মুহাঃ সফিকুল ইসলাম মারুফ-+8801956113132
মুহাঃ মিনহাজুর রহমান
-01909474785
মুহাঃ আমিনুল ইসলাম
-01991355521
তাকওয়া সংগঠন এর সদস্যরা বলেন, যতদিন এ করোনাভাইরাস পরিস্থিতি বিরাজ করবে, ততদিন এ সেবামূলক কাজ আমরা অব্যাহত রাখব। মহানগরীর যেখানেই কেউ উপসর্গ হয়ে মারা যাবে, হট নাম্বারে আমাদের কল করলেই আমরা মৃতদেহের কাছে পৌঁছে যাবো।
মাদারিসে কওমিয়ার আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাকওয়া ফান্ডেশন মাসাল্লাহ জাযাকাল্লাহু তাকওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গাজী ইয়াকুব সাহেব দামাত বারকাতুহু
ReplyDelete