মোঃএনায়েত হোসেন:
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় দীর্ঘ দিন যাবৎ এক ভুয়া মেজর রাকিব বসবাস করে আসছিলেন।
মাদারীপুর জেলার ৮ নং RAB ক্যাম্পের কাছে এর তথ্য জানা থাকলে ও উপযুক্ত প্রমাণ না থাকার কারনে তাহাকে গ্রেপ্তার করতে পারছিলেননা।
আজ সকালে মাদারীপুর জেলার ৮নং ক্যাম্পের কর্ম কর্তারা ভুয়া মেজরের বাসায় অভিযান চালান।এ সময় ভুয়া মেজর রাকিব গ্রেপ্তার হয়।
মাদারীপুর জেলার ৮ নং RAB এর অপারেশন টিম কর্মকর্তা জানান তাড়া বিশস্ত সূএে জানতে পারেন রাকিব তাহার ভাড়াটিয়া বাসায় অবস্হান করছেন সেই সূএ ধরে তারা অপারেশন পরিচালনা করেন। এসময় রাকিবের ঘড়ে তল্লাশি করে সেনাবাহিনীর কিছু পোশাক, ক্যাপ ও তাহার নামে বিদেশ থেকে আসা কিছু পার্সেল পাওয়া যায়। এছাড়া তাহার ব্যাবহারিত গাড়ি জব্দ করেন উক্ত গাড়িতে তিনি সরকারি কর্মকর্তাদের বরাদ্দকৃত ইস্টিকার ব্যাবহার করছিলেন। RAB কে আরো জানান ভুয়া মেজর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ১২ বসর সার্ভিস করার পরে সেচ্ছায় চাকুরী থেকে অবসর গ্রহন করেন। ভুয়া মেজর রাকিব বিভিন্ন মহলে মেজর পরিচয় দিয়ে টাকা পয়সা বিভিন্ন দামি জিনিশ পএ হাতিয়েছেন বলে এলাকা ভাসি জানান।
বর্তমানে ভুয়া মেজর রাকিব মাদারীপুর জেলার ৮ নং RAB আটক করেন।
No comments:
Post a Comment