মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার সদরে নতুন করে ৪০ জন করোনার আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর জেলার ১৫ এবং বাকি ২৫ জন মাদারীপুর জেলার অন্য উপজেলার। কালকিনি, রাজৈর, ও শিবচর উপজেলা দিন। করনার নমুনা নিয়ে মৃত্যু বরণ করেন মাদারীপুর সদরের ২ জন এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম (৩৫)।এড়া সকলে মাদারীপুর জেলাদিন কালকিনি উপজেলার ১ জন ও রাজৈর উপজেলার ২ জন। আরো জানা যায় এরা সকলেই ঢাকা সহ বিভিন্ন স্হান থেকে মাদারীপুর নিজ নিজ বাড়িতে আত্ত গোপনে অবস্হান করছিলেন। আরো জানা যায় যে, কেহ কেহ করোনার শংক্রমনে আক্রান্ত হয়েছেন জানতে পেরে পালিয়ে মাদারীপুর চলে আসেন। হাসপাতাল সূএে আরো জানা যায় গত ২৪ ঘন্টায় ১০ জন সুস্ত হয়ে বাড়ি ফিরেছেন।
No comments:
Post a Comment