চাঁদপুরে মোট আক্রান্ত ২৫৫, মোট মৃত্যু ২০ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

04 June, 2020

চাঁদপুরে মোট আক্রান্ত ২৫৫, মোট মৃত্যু ২০


চাঁদপুর জেলায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একই সাথে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আজ আরো একজন মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২০ জন।



এদিকে ৪ জুন চাঁদপুর জেলায় নতুন আরো ১৯ জন রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যাসহ এখন এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী হচ্ছে মোট ২৫৫ জন। এর মধ্যে ২০ জন হচ্ছেন মৃত। ২শ' ৫৫ জনের মধ্যে সদর উপজেলায়ই হচ্ছে ১শ' ২৯ জন। এর মধ্যে ১শ' ১৫ জন হচ্ছে চাঁদপুর শহরের। বাকী গুলো উপজেলার কয়েকটি ইউনিয়নে।



আজ যে ১৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে  থেকে জানা গেছে।  সদর উপজেলায় ৫ জন, শাহরাস্তিতে ৪ জন,  কচুয়ায় ২ জন, মতলব উত্তর ৩ জন, মতলব দক্ষিণ ১ জন ও হাজীগঞ্জে ৪ জন।



গতকাল পর্যন্ত চাঁদপুর জেলা থেকে ২ হাজার ৯৩ জনের স্যাম্পল পাঠানো হয়েছে। এ পর্যন্ত রিপোর্ট আসে ১ হাজার ৮শ' ৮২ জনের। আজ ১১৬ জনের মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১৯ জনের। এ সংখ্যাসহ গতকাল পর্যন্ত চাঁদপুর জেলায় মোট রোগীর সংখ্যা হচ্ছে ২শ' ৫৫ জন। এর মধ্যে ২০ জন মারা গেছেন এবং ৪৩ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন। আর হাসপাতালের আইসোলেশন ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন বাকিরা। এছাড়া ৪ জনকে ঢাকায় রেফার করা হয়েছে।

No comments:

Post a Comment