নিজ উদ্যোগে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন সাধারণ জনগণের মাঝে - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

14 June, 2020

নিজ উদ্যোগে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন সাধারণ জনগণের মাঝে

মইনুল ইসলাম মিশুক,  হোমনা (কুমিল্লা) :
হোমনা উপজেলার স্বনামধন্য চিকিৎসক, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহীদ উল্লাহ তার ব্যাক্তিগত ফান্ড থেকে নিজের কষ্টার্জিত টাকায় নিজ উদ্যোগে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেন সাধারণ জনগণকে।

করোনার এই মহামারিতে  সাধারণ মানুষদেরকে সচেতন করার লক্ষ্যে  তিনি প্রচার ও প্রচারণা চালিয়েছেন। মানুষকে "সামাজিক দুরত্ব  বজায়" ও "ঘরে থাকুন সুস্থ থাকুন" এই স্লোগান গুলো প্রচার করেছেন। প্রচারণা চালাতে গিয়ে তিনি নিজে তাদের মুখস্থ করিয়েছেন এবং অঙ্গীকারাবদ্ধ করেছেন এগুলো মানার ব্যাপারে।

এ সময় তিনি হোমনার বিভিন্ন বাজার, ঘাড়মোড়া, শ্রীপুর ও কাশীপুর বাজারে বিভিন্ন যানবাহনের ড্রাইভার, দোকানদার, সাধারন জনগনের মাঝে মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরন করেন।
পাশাপাশি কয়েকটি মসজিদের মুসল্লীদের জন্য  মাস্ক  বিতরণ করেন।

আমাদের চিকিৎসকরা দিতে জানে। রোগীদের স্বাস্থ্যসেবাই শুধু নয়, তাদের নিজের পকেটের টাকা খরচ করেও দিয়ে থাকেন সেবার মননে। ইতিপূর্বে লকডাউন থাকাকালীন সময়েও তিনি কাশীপুর সহ বিভিন্ন এলাকায় চাল সহ অন্যান্য সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করেছিলেন।

শুধু তাই নয়, তার দক্ষতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক স্বাস্থ্য ব্যবস্থা তথা অন্তঃবিভাগের সমস্ত কার্যক্রম সুচারুরূপে এবং স্বচ্ছতার সাথে চলছে। অন্তঃবিভাগে রোগীদের সেবা দিতে দিনে রাতে যেকোন সময় ছুটে যান অক্লান্ত ভাবে। হাসপাতালের আবাসিক পরিবেশ এবং অন্তঃবিভাগ ও বহির্বিভাগের স্বাস্থ্য ব্যাবস্থার ভার নিজের কাঁধে নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করে যাচ্ছেন এই মহান চিকিৎসক।

হোমনা উপজেলা স্বাস্থ্য বিভাগ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শহীদ উল্লাহ এর মতো এমন একজন মানুষকে পেয়ে গর্বিত। শ্রদ্ধাভরে স্মরণ করে তার নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা এবং মানবতার কল্যাণে এই অবদান।

স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদ থাকুন।
প্রচার ও জনসচেতনতায়-
উপজেলা স্বাস্থ্য বিভাগ
হোমনা, কুমিল্লা।

No comments:

Post a Comment