মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন এর সোনাতুন্দী গ্রামের একটি পরিবারারের চিত্র। ঝড়ের সময় বা একটু বাতাস উঠলে অন্য কারো বাড়িতে গিয়ে দাড়াতে হয়।
স্বামীটা মালেক মোল্যা একজন প্রতিবন্ধী আর মহিলাটি মেরিনা খাতুন ও অন্ধ এবং ছোট ২ টা ছেলে মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার। সামান্য ঝড় বৃষ্টির মধ্যে অন্য কোথাও আশ্রয় নেবার জন্য এই ঘর বেড়িয়ে পড়তে হয়।
একটু বৃষ্টি হলে ঘরের মধ্য জমে থাকে পানি রাত্রী যাপনের জন্য আশ্রয় নিতে হয় এই ছোট্ট ঘরের এক কোনায়। এই করুন পরিস্থিতি দেখে মনে পরে যায় সেই কবিতা ” আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
দৈনিক আলোরপথ২৪ এর মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় পরিবারের একটা একটা ঘরের ব্যাবস্থা করে নিরাপদে থাকার ব্যাবস্থা করে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।
No comments:
Post a Comment