গাজীপুর করোনা আপডেট - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

26 June, 2020

গাজীপুর করোনা আপডেট

জাহিদুল ইসলাম রনি, গাজীপুর সিটি প্রতিনিধি: গাজীপুরে নূতন করে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে সংযুক্ত হয়েছে ৫৭ জন ও কোয়ারেন্টাইন সময় সম্পূর্ণ করেছেন ১৩২ জন। মোট হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়াল ৯,৭৩৮ জন যাদের মধ্যে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত দিন কোয়ারেন্টাইন শেষে বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন ৭,৬৯১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন কেন্দ্রে বর্তমানে কোন ব্যক্তি কোয়ারেন্টাইনে নেই। এ নিয়ে গাজীপুরে কোয়ারেন্টাইন এ থাকা ৯,৭৮৭ জনের মধ্যে চিকিৎসকের নিকট হতে সুস্থতার সনদ পেয়েছেন ৭,৭৪০ জন। বর্তমানে ৪১ জন ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে(এ পর্যন্ত মোট ১৩৬ জনকে আইসোলেশনে রাখা হলো)।গত ২৪ ঘন্টার কোভিড-১৯ এ আক্রান্ত সন্দেহে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে ৭৭ জন সহ সর্বমোট ৩,২৬৬ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন এবং করোনা ভাইরাসমুক্ত হয়ে ৬৫৭ জন সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ জন।

No comments:

Post a Comment