মাহদী হাসান মুন, শিবগঞ্জ, প্রতিনিধি:
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের আঁরজি পার আঁচলাই গ্রামে সহপাঠীর ছুরিকাঘাতে এক কিশোর খুন হয় সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায়।
নিহত কিশোর ঐ এলকার আজহার আলীর ছেলে হৃদয় (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায় যে, পিয়াস নামের এক কিশোরের হাতে হৃদয় নামের আর এক কিশোর খুন হয়।
ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে।
পিয়াশ ও হৃদয় মাঠে ঘুড়ি উড়ানোর সময় পিয়াস তার এক সহপাঠীর ঘুড়ির সুতা কেটে দেয়। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে পিয়াসকে থাপ্পর মারে। এ ঘটনায় পিয়াস ক্ষিপ্ত হয়ে পরবর্তীতে হৃদয়কে বেধরক মারপিট করে এবং এক পর্যায়ে ছুড়ি দিয়ে পিয়াস হৃদয়ের গলায় আঘাত করে।
গলায় আঘাত করার ফলে হৃদয় শ্বাসনালী কেটে ঘটনাস্থলেই মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস,এম, বদিউজ্জামান। তিনি বলেন" ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করেই এই হত্যাকান্ড ঘটানো হয়।"
তিনি বলেন, পিয়াসকে না পাওয়ায় তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনায় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পিয়াস এখনও পালাতক রয়েছে।
No comments:
Post a Comment