মাহদী হাসান মুন, শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি:বগুড়া জেলার সাঙ্গে জয়পুরহাট, হিলি, কালাই, কিচক যাওয়ার রাস্তার বেহাল দশা। মোকামতলা থেকে জয়পুর মোড় হয়ে জয়পুরহাট যওয়ার একমাত্র পথ। এই পথে রাজধানী সহ দক্ষিণ বঙ্গে আসে কাঁচামাল, খাবার চাল সহ নিত্য প্রয়জোনীয় জিনিস। যা রাজধানীসহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন এলাকায় যায়। এমনকি হিলি স্থল বন্দর হয়ে এই পথে আসে প্রতিবেশি দেশ ভারত হতে অনেক পণ্য সামগ্রী সহ ভোগ্য পণ্য সহ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল। এই গুরুত্বপূর্ন রাস্তার এই বেহাল দশা হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছোট থেকে বড় ধরনের দুর্ঘটনা। তাই এলাকাবাসী সহ বিভিন্ন মহলের দাবী সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে।
এলাকাবাসীর দাবি অতি দ্রুত রাস্তাটি সংস্কার করে নিরাপদ চলাচলের উপযোগী করা হোক।
No comments:
Post a Comment