তানজিলা আক্তার রুবি : মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় কোভিড-১৯ এর কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখুনিতে ঘাটতি দূরীকরণে নেত্রকোনা জেলা আই সি টি অধিদপ্তরের উদ্যোগে ৬ইং জুন নেত্রকোনা জেলা অনলাইন স্কুল শুভ উদ্বোধন করা হয় । উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার গর্ব , নেত্রকোণার অন্যতম কৃতি সন্তান বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব মো: সাজ্জাতুল হাসান , নেত্রকোনার সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খানম শেফালী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মহোদয়, এ টু আই এর সম্মানিত পি,ডি, মহোদয়, নেত্রকোনা ও ময়মনসিংহের জেলা প্রশাসক গণ, নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার গণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ সেন, নেত্রকোনা জেলার সরকারি -বেসরকারি উচ্চ বিদ্যালয়ের - প্রাক. প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন হাবিব রহমান সুমন, অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নেত্রকোণা জেলার অনলাইন উদ্যোগটি বয়ে আনবে সকল ছাত্র-ছাত্রীদের করোনায় ঘরে বসে থাকার ক্লান্তি।
উক্ত উদ্ধাধনী অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে শিক্ষা দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে করোনা প্রতিরোধ ও শিক্ষার মান বাড়াবে বলে সবাই মনে করছেন ।
No comments:
Post a Comment