তিস্তার পানি বন্দি নীলফামারীর খেটে খাওয়া মানুষ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

28 June, 2020

তিস্তার পানি বন্দি নীলফামারীর খেটে খাওয়া মানুষ

মাহমুদুল হাসান,জলঢাকা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা নদীর বন্যা কবলিত হয়েছে ২০ হাজার মানুষ। ভাঙ্গনের মুখে পড়ে বসতঘর ও ভিটামাটি হারিয়েছে ডিমলা উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা ও ভেণ্ডাবাড়ি গ্রামের ২২টি পরিবার। এ ছাড়া আরো ৪০ পরিবারের বসতঘর ভাঙ্গনের মুখে পড়েছে। অনেকে বসতঘর নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। এলাকাবাসী জীবন জীবিকা এখন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে করোনা নিয়ে সকলের মাঝে ছিল আতঙ্ক তার মধ্যে নতুন করে বন্যার করাল গ্রাস এলাকাবাসীকে করছে নিঃস্ব।
এলাকাবাসীর দাবি সরকার ও প্রশাসন তাদের মাঝে ত্রাণসামগ্রী সহ বেঁচে থাকার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করুক।

No comments:

Post a Comment