করোনাকালীন সংকটে এগিয়ে আসছে এলাকা ভিত্তিক যুব সংগঠন।
করোনা ভাইরাস, বর্তমান মানবসভ্যতার জন্য অভিশাপ স্বরূপ এক অদৃশ্য পরজীবী। চীনের উহান শহরে উৎপত্তি লাভ করে প্রায় ২১৩ টি দেশে ছড়িয়ে পরেছে।পৃথিবী দেখেছে মৃত্যু মিছিল। বিশ্বজুড়ে চলছে লকডাউন,ভেঙ্গে পরছে বিশ্ব অর্থনীতি।চাকরি হারিয়েছেন অনেকে।ফলে থমকে দাড়াচ্ছে জীবন জীবিকা। দেখা দিচ্ছে অর্থ সংকট।
আমাদের দেশ ও ব্যাতিক্রম নয়। অনেকে হারিয়েছে চাকরি আবার বেতন এর দাবিতে অনেকেই রাস্তায়। এমন সময় মানুষের পাশে দাড়াতে এগিয়ে আসছে যুব সমাজ। অনেকে বিত্তবানের সহায়তা পৌঁছে দিচ্ছে আবার অনেকেই নিজ উদ্যোগে করছেন ত্রাণের ব্যবস্থা। বিদ্যানন্দ, এক টাকায় আহার এর মত সংস্থার পাশাপাশি মাঠ পর্যায় কাজ করছে এলাকা ভিত্তিক যুব সংগঠন গুলো।
সম্প্রতি মিরপুর -১২, সি -ব্লক,৩নং রোড এর একদল তরুণ তিন দফায় প্রায় একশত এর বেশি পরিবারকে দিয়েছে ত্রাণ সহযোগিতা। নিজেদের ইচ্ছা ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় তারা কাজটি সম্পাদন করে।
অন্যদিকে ডি-ব্লক এর পার্ক একাদশ স্পোর্টিং ক্লাবের তরুণরাও নিজ উদ্যোগে দিয়েছে ত্রাণ। মানুষের পাশে দাড়াচ্ছে রূপনগর ত্রাণ সংগঠনের যুবকরাও।
শুধু ত্রাণেই থেমে নেই সাড়া পেলেই ছুটে যাচ্ছে যুব সমাজের কান্ডারিরা। আল মারকাজুল ইসলামি সংগঠনের এক দল আলেম ছুটছেন দাফনের কাজে।কোনো সম্পর্কের বাধন ছাড়াই ধর্ম বর্ণ ভূলে মৃতের শেষ কাজ সম্পন্ন করছে আজকের যুব সমাজ।
একটি সুস্থ শহরে ফিরে যাওয়ার আশা নিয়ে কাজ করছে এই সপ্নবাজ তরুণেরা।রাখছে পরবর্তী প্রজন্মের জন্য পথ নিদর্শনা।
বিনম্র শ্রদ্ধা এমন হাজারো সেচ্ছাসেবী যুব সংগঠনগুলোর প্রতি।
No comments:
Post a Comment