করোনাকালীন সংকটে​ এগিয়ে​ আসছে​ এলাকা ভিত্তিক​ যুব সংগঠন - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

28 June, 2020

করোনাকালীন সংকটে​ এগিয়ে​ আসছে​ এলাকা ভিত্তিক​ যুব সংগঠন


রাবেয়া খাতুন​ নুসরাত ,মিরপুর, ঢাকা প্রতিনিধি:
করোনাকালীন সংকটে​ এগিয়ে​ আসছে​ এলাকা ভিত্তিক​ যুব সংগঠন।
করোনা ভাইরাস, বর্তমান মানবসভ্যতার​ জন্য অভিশাপ স্বরূপ এক অদৃশ্য​ পরজীবী। চীনের​ উহান শহরে​ উৎপত্তি​ লাভ করে প্রায় ২১৩ টি দেশে ছড়িয়ে পরেছে।পৃথিবী দেখেছে মৃত্যু মিছিল। বিশ্বজুড়ে​ চলছে​ লকডাউন,ভেঙ্গে পরছে​ বিশ্ব অর্থনীতি।চাকরি হারিয়েছেন​ অনেকে।ফলে থমকে​ দাড়াচ্ছে জীবন জীবিকা। দেখা দিচ্ছে​ অর্থ সংকট।
আমাদের দেশ ও ব্যাতিক্রম নয়। অনেকে হারিয়েছে চাকরি​ আবার​ বেতন​ এর দাবিতে অনেকেই​ রাস্তায়। এমন সময় মানুষের​ পাশে​ দাড়াতে এগিয়ে​ আসছে যুব সমাজ। অনেকে বিত্তবানের সহায়তা​ পৌঁছে​ দিচ্ছে​ আবার​ অনেকেই নিজ উদ্যোগে করছেন​ ত্রাণের ব্যবস্থা। বিদ্যানন্দ, এক টাকায় আহার​ এর মত সংস্থার পাশাপাশি মাঠ পর্যায় কাজ করছে এলাকা ভিত্তিক যুব সংগঠন গুলো।
সম্প্রতি মিরপুর -১২, সি -ব্লক,৩নং রোড এর একদল তরুণ তিন দফায় প্রায় একশত এর বেশি​ পরিবারকে দিয়েছে ত্রাণ​ সহযোগিতা। নিজেদের​ ইচ্ছা​ ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় তারা কাজটি সম্পাদন করে।​
অন্যদিকে ডি-ব্লক এর পার্ক একাদশ স্পোর্টিং ক্লাবের​ তরুণরাও নিজ উদ্যোগে দিয়েছে​ ত্রাণ। মানুষের পাশে​ দাড়াচ্ছে রূপনগর ত্রাণ​ সংগঠনের যুবকরাও।
শুধু ত্রাণেই থেমে নেই সাড়া​ পেলেই ছুটে যাচ্ছে যুব সমাজের কান্ডারিরা। আল মারকাজুল ইসলামি সংগঠনের এক দল আলেম​ ছুটছেন দাফনের​ কাজে।কোনো সম্পর্কের বাধন ছাড়াই ধর্ম বর্ণ ভূলে মৃতের শেষ কাজ​ সম্পন্ন করছে আজকের যুব সমাজ।
একটি​ সুস্থ শহরে ফিরে যাওয়ার​ আশা নিয়ে​ কাজ করছে এই সপ্নবাজ তরুণেরা।রাখছে পরবর্তী​ প্রজন্মের জন্য পথ নিদর্শনা।​
বিনম্র​ শ্রদ্ধা​ এমন হাজারো সেচ্ছাসেবী যুব সংগঠনগুলোর প্রতি।

No comments:

Post a Comment