মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় শ্রীপুর উপজেলার কুপড়িয়া-মাঙ্গনডাঙ্গা গ্রামবাসীর বহুল প্রত্যাশিত প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। নতুন ভবনটি যদিও জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় (অষ্টম শ্রেণী পর্যন্ত) হওয়ার কথা ছিল। সরকারের উক্ত পদক্ষেপ বন্ধ থাকায় এটার প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঠ্য কার্যক্রম চালু আছে।
এলাকাবাসী জানায়, কুপড়িয়া-মাঙ্গনডাঙ্গা থেকে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হলে এক থেকে দেড় কিলোমিটার দুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয় অথবা সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়। বর্তমান যুগ অনুযায়ী যেটা অনেকটায় কষ্টসাধ্য বা রিস্কি বলে মনে করেন স্কুল ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন।
এই দুই গ্রামের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগনের আবেদন, তাদের এই বিদ্যালয়টি যদি জুনিয়র মাধ্যমিক (পরবর্তিতে কার্যক্রম শুরু হলে) পর্যন্ত করা হয় এবং এখানে পড়া-লেখার মান আরও উন্নত করার জন্য ইউএনও শ্রীপুর মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি। স্যার যেন এই বিদ্যালয়টির দিকে একটু দৃষ্টি দেন যাতে কুপড়িয়া-মাঙ্গনডাঙ্গা গ্রামের সকলে তাদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পারেন।
No comments:
Post a Comment