অনলাইন ভিত্তিক ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম চালু - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

19 June, 2020

অনলাইন ভিত্তিক ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম চালু

মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ আজ শুক্রবার (১৯-০৬-২০২০) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর জানানঃ যারা চাকরি প্রার্থী, প্রস্তুতি নিচ্ছেন বিসিএস বা অন্য কোন চাকরির জন্য অথবা বিশ্ববিদ্যালয়/কলেজ বন্ধ থাকার কারণে বাড়িতে বসে আছেন এই কোর্সটি তাদের জন্য। 

তিনি আরও বলেনঃ কয়েক মাস আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে "We Make Mistakes" নামে একটি অনলাইন (ফেইসবুক) ভিত্তিক ইংলিশ লার্নিং (listening and speaking development) প্ল্যাটফর্ম চালু করা হয়েছিল। কিন্তু করোনা মহামারীর কারণে সেটি স্থগিত করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এটিকে চালু করার উত্তম সময় বলে আমার কাছে মনে হয়েছে। যেহেতু কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, নতুন চাকরির সার্কুলার নেই সেহেতু এটাই উপযুক্ত সময় নিজেকে তৈরি করার জন্য।

‌We Make Mistakes কি?

"We Make Mistakes" একটি ফেসবুক ভিত্তিক লার্নিং গ্রুপ যেখানে সর্বোচ্চ ৪০ জন পার্টিসিপেন্ট থাকবে। এই গ্রুপের মূল উদ্দেশ্য হলো ইংরেজি ভীতি দূর করা এবং অবহেলিত দুটো স্কিল (listening and speaking) ডেভেলপ করা। গ্রুপের নামকরণ থেকে বোঝা যায় এখানে ভুল করার অবাধ স্বাধীনতা রয়েছে। মূলত আপনাকে কিছু শেখানো হবে না কেবলমাত্র ভুল করার সাহস যোগান হবে। যা শেখার আপনি শিখে নিবেন। এই প্ল্যাটফর্মটি আপনাকে ইংরেজিতে কথা বলা, ইন্টারভিউ ফেইস করা, মুভি দেখা বা খবর শুনে বোঝার অ্যাবিলিটি তৈরি করার জন্য প্রস্তুত করবে। যেটি আপনাকে বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরির ক্ষেত্রে কাজে দিবে।

গ্রুপটি কিভাবে কাজ করবে?

এই গ্রুপটিতে যাদের enrolled করা হবে কেবলমাত্র তারাই এটার মেম্বার থাকবেন। এটি অনলাইন ভিত্তিক হওয়ায় বাড়িতে বসেই আসাইন্ড কাজগুলো করতে পারবেন। মূল কোর্সের ডিউরেশন ৪০ দিন (মোট ২০ টি ইউনিট)। এটি বিনামূল্যে তবে এই গ্রুপের মেম্বার হতে গেলে ফেসবুক আইডি ও স্মার্ট ফোন থাকতে হবে। কোর্স ব্রিফিং, মিট কোর্স হাংআউট ও ক্লোজিং ডে হাংআউট নিয়ে সর্বমোট তিন দিন উপজেলা পরিষদে আসতে হবে। কোর্স শেষে অ্যাক্টিভ পার্টিসিপেন্টদের সার্টিফিকেট দেয়া হবে।

যেভাবে আপ্লাই করবেন: 
নিচের লিংকে ক্লিক করে ফরম পূরণ করুন। https://forms.gle/9UiCA895ZCK3DB388

ফরম পূরণ করার শেষ সময়: ২৭ জুন ২০২০ ইং 

কোর্স শুরুর তারিখ: ০৪ জুলাই ২০২০ ইং

কোর্স ব্রিফিং: ০৩ জুলাই ২০২০ ইং, বিকাল ১৫:০০ ঘটিকায়

যারা নির্বাচিত হবেন তাদের সাথে ইমেইল/ফোন এ কন্টাক্ট করা হবে। কোর্সের নিয়মাবলী ও কনটেন্ট ব্যবহার বিধি কোর্স ব্রিফিংয়ের দিনে জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদান্তে,
মোঃ ইয়াছিন কবীর
উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা।

No comments:

Post a Comment