মোঃ সাজেদুল ইসলাম, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা'দের এই চিকিৎসা সেবা প্রদান করছেন৷
মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা সদর আড়পাড়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শতাধিক গর্ভবতী মাকে দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী৷ সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের ৫৫ পদাতিক ডিভিশন এর ব্যবস্থাপনায় ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারী এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়ন করছেন। এই ক্যাম্পে সেনাবাহিনীর ৪ জন ও ১জন বেসামরিক চিকিৎসক শতাধিক গর্ভবতী নারীকে উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ প্রদান করছে৷ একই সাথে সন্দেহভাজন কোন করোনা রোগী থাকলে তাদের নমুনা পরিক্ষাও করা হচ্ছে বলে জানা যায়৷ সুবিধাভোগী কয়েকজন গর্ববতী মহিলা জানান- সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে পরিপূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সেই সঙ্গে তাদেরকে ওষুধ, সাবান ও হ্যান্ড সেনিটাইজারও প্রদান করা হচ্ছে। যশোর সেনানিবাসের ১২ ফিল্ড রেজিমেন্টরী আর্টিলারীর মেজর নাজমুন নাহার জানান, সেনা প্রধানের নির্দেশে করোনা কালে গর্ভবতী মাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের এ কর্মকান্ড চালিয়ে আসছেন।
No comments:
Post a Comment