মোঃএনায়েত হোসেন মাদারীপুর জেলা,প্রতিনিধি:
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদারীপুর জেলা সহ ৪ উপজেলায় গত ২৫ ই জুন থেকে রেডজোন এ্যালাট জারি করে চলছে লকডাউন। করোনা নিয়ন্তে সরকারি সাস্থ্য বিধি মানছেনা খেটে খাওয়া মানুষ। অপর দিকে মাদারীপুর জেলায় হু হু কেরে বাড়ছে করোনার আক্রান্তের রুগির সংখ্যা। অন্য দিকে মাদারীপুর জেলার সদর হাসপাতালে করোনার নমুনা সংগ্রহে চলছে বিরাট অনিয়ম। দুর্নিতি, অনিয়ম আর চাদা ভাজি। কোভিড - ১৯ পরীক্ষা করতে আশা মনুষগুলো পড়ছে চরম বিপাকে। মাদারীপুর সদর হাসপাতাল সূএে জানা যায়, প্রতিদিন ৩৫/৪০ টির বেশি টেস্ট কিট তাদের বরাদ্দ নেই। মাদারীপুর জেলার জন্য মাএ ৪০ টি টেস্ট কিট বরাদ্দ।
অন্য একটি সূএ জানান সদর হাসপাতালে অনেক দালাল আছে তারা টাকার বিনিময় আগে থেকেই ফোনের মাধ্যে খাতায় নাম তুলেদেন। যারা টাকা দিবেন না তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দারিরে থাকেন। তার পর সকাল ৯ টায় সাস্থ্য বিধি উপেক্ষা করে চলে ধাক্কা ধাক্কি, এর মধ্যে দিয়ে ৪/৫ জন হয় তোবা করোনার নমুনা দিতে পারেন তারা হলো শুভাগ্যবান।
মাদারীপুর সদর জেলা হস ৪ টি উপজেলায় লকডাউন ঘোষণা করার পরে ও দেখাযায় শহররে বাজার গুলোতে উপচেছ পড়া ভিড় ও যানজট প্রতিদিন লেগেই থাকে।
No comments:
Post a Comment