কুমিল্লার হোমনা সদরের কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) উৎপল কুমার ভৌমিক আর নেই ।
তিনি আজ বৃহস্পতিবার ভোর ৪.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর । তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে নিজ কর্মস্থল হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গভীর শোকের ছায়া নেমে আসে ।
তিনি একই বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক ও ডুমুরিয়া গ্রামের স্বর্গীয় উদ্ধব কুমার ভৌমিকের বড় ছেলে । মরহুমের পরিবার তার মৃত্যুতে সকলের কাছে প্রার্থনা কামনা করেছেন ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী,অভিভাবক ও শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন ।
উৎপল কুমার ভৌমিক উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও হোমনা প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
No comments:
Post a Comment