গাজীপুরে ব্যবহারের চেয়েও বেশি বিল গুণতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

28 June, 2020

গাজীপুরে ব্যবহারের চেয়েও বেশি বিল গুণতে হচ্ছে বিদ্যুৎ গ্রাহকদের

মোঃ নাঈম, গাজীপুরঃ
গাজীপুর জেলা, রাজেন্দ্রপুর পল্লী  বিদ্যুৎ এর বিল নিয়ে ব্যাপক গ্রাহকদের  অভিযোগ। গ্রাহকদের অভিযোগ অতিরিক্ত বিল নেওয়া, আগের মাসের বিল বর্তমান মাসের সাথে যোগ করাসহ নানা বীধি অভিযোগ পল্লী বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে। তারা করোনাে শুরু হওয়ার পর হতে বাড়িতে এসে মিটার না দেখে বেপক হারে বিল বানিয়েছে।পল্লী বিদ্যুৎ এর কর্মীদের দৃষ্টি আকর্ষন  করছি এসব অভিযোগের  সমাধান চায় এলাকাবাসী । বেশি বিল আসার কারনে গ্রাহকরা খুবই হতাশ।যে সারাবিশ্বের অর্থের  যখন অচল হওয়ার কারনে।সাধারন যারা খেটে খাওয়া মানুষদের যখন নিজের পেট চালানো কষ্ট হয়।সেখানে আবার বাড়তি বিল দেওয়া খুবই কষ্ট কর।

বিদ্যুৎ খাত একটা সেবার খাত,এখানে দু্র্নীতি হলে খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছেন, সারা বাংলাদেশ কে বিদ্যুৎ এর  আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। সেখানে কয়েকজন দুর্নীতি গ্রস্থ লোকের জন্য এর দায়  সরকার  নিতে পারে না । যেখানে প্রধানমন্ত্রী কারনে ঘরে ঘরে  বিদ্যুৎ সেখানে এই দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া যায় না।তাই  সাধারণ মানুষকে দুর্নীতির হতে রক্ষা করুন।

No comments:

Post a Comment