এম.কে.জামান সুমন, ডেমরা,ঢাকা প্রতিনিধি:
রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল মেডিক্যাল থেকে ফার্মের মোড় হয়ে কোনাপাড়া পযর্ন্ত অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক । ব্যস্ততম এই সড়কটিতে প্রতিদিন কয়েক হাজার কমর্জীবি, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ লোকজন ও যানবাহন চলাচল করে । সড়কের মাঝে মাঝে ম্যানহোল গুলোর বেশকয়েকটির ঢাকনা ভেঙ্গে যাওয়ায় এবং না থাকার ফলে প্রায়শই র্দূঘটনা ঘটছে । উক্ত অবস্থার মধ্যে ঝুঁকি নিয়েই এলাকাবাসী দীঘর্দিন যাবত এই রাস্তাগুলোতে চলাচল করে আসছেন ।
বিষয়টি সমাধান কল্পে দ্রুত ও কাযর্করী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী জোর দাবি জানান ।
No comments:
Post a Comment