এম.কে.জামান সুমন, ডেমরা, ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর ডেমরা-সারুলিয়ার কাঁচাবাজার, মাছ-মাংস সহ নিত্য প্রয়োজনীয় পন্যের বাজারগুলোতে বিভিন্ন ধরনের পন্য-দ্রব্য কিনতে আসা সাধারণ লোকজন, এমনকি পাড়া-মহল্লার রাস্তাঘাটে চলাচলকারী লোকজন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না। করোনা ভাইরাসের মহামারিতে সরকার সহ বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পর ও এলাকাগুলোর বেশিরভাগ লোকজন স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলছেন না। ফলে একদিকে সচেতনতা হ্রাস পাচ্ছে অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে।
শুক্রবার ডেমরা থানার অন্যান্য বাজারের মত কোনাপাড়া বাজার ঘুরে দেখা গেছে বাজারে আসা অধিকাংশ লোকজন মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্বের নেই কোন বালাই, বাজার কমিটির দিক থেকে তেমন নজরদারী নেই, নেই কোন ভূমিকা ও সচেতনতার উদ্যোগ, হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজারের কোন ব্যবস্থা নেই। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বালাই নেই। একই সাথে গাদাগাদি করে কিনছেন নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্য। বাজারে আসা লোকজনের সাথে কথা বলে জানা যায়, করোনার প্রথম দিকের তুলনায় এখন মানুষ স্বাস্থ্যবিধির ব্যাপারে অনেকটা উদাসিন। অনেকেই বলেন মাস্ক পডতে ভালো লাগে না। এলাকার সচেতন লোকজন এ ব্যাপারে আর ও কঠোর নজরদারীর ব্যাবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহন জানান।
No comments:
Post a Comment