মিটার ভাড়া সহ দুই মাসের বিদ্যুত বিল মওকুফ চাই - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

24 June, 2020

মিটার ভাড়া সহ দুই মাসের বিদ্যুত বিল মওকুফ চাই

মোঃ সাখাওয়াত হোসাইন শাহরাস্তি(চাঁদপুর)  প্রতিনিধি:

গ্রাহকের নিজের টাকায় কেনা মিটার ভাড়া নেয়া চলবে না। করোনা কালের দুই মাসের বিদ্যুত বিল মওকুফ করতে হবে বললেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রাক্কালেও এক অমানবিক নিষ্পেষণে জনগণ কষ্টে আছে। একদিকে নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের দেওয়ালে লাগিয়ে মিটার ভাড়া দিতে হয়, অন্যদিকে জনগণের জমিতে বিদ্যুতের খুঁটি লাগিয়ে আবাদী জমি ও ভিটেমাটির ক্ষতি হলেও গ্রাহককে কোনো ক্ষতিপূরণ দেয়া হয় না। উপরন্তু জনগণকে বিদ্যুত বিভাগের দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ও কর্মচারীদের জুলুমের শিকার হতে হয় প্রতিনিয়ত।সম্প্রতি প্রায় চার মাস ধরে দেশের অধিকাংশ মানুষ বেকার অবস্থায় আছেন। অনেক মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অনেক মানুষ করোনা ভাইরাস বিপর্যয়ের শিকার হয়ে আর্থিক ও শারিরীকভাবে বিপর্যস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অথচ দুঃখজনক  হলেও সত্য যে, মানুষ বিদ্যুত বিভাগের ভৌতিক বিলের জ্বালায় দুঃসহ যন্ত্রণায় ভুগছেন। এমতাবস্থায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দাবি জানাচ্ছে, করোনা বিপর্যয় কালীন প্রথম দুই মাসের বিদ্যুত বিল মওকুফ করা সহ গ্রাহকদের নিজের টাকায় কেনা মিটারের অযৌক্তিক ভাড়া চিরতরে প্রত্যাহার করতে হবে।

No comments:

Post a Comment