তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা: :
নেত্রকোণা জেলা দূর্গাপুর উপজেলার থানার পুলিশের ভাঙচুর বেআইনি কাজ করার অভিযোগ পাওয়া যায় পুলিশ সুপার বরাবর।
গত ২৯তারিখ বিরিশিরি ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি লরি বন্ধ অবস্থায় ছিল । আনুমানিক সকাল ১০ টায় সাব -ইন্সপেক্টর সৌরভ ও তার ফোর্স নিয়ে ডিউটি অবস্থায় ছিল তখন লরিটি দেখে থামে এবং গাড়ির কাউকে না পেয়ে গাড়ির ছয়টি চাকার হাওয়া ছেড়ে দেয় এবং গাড়ির বিভিন্ন সরঞ্জাম থানায় নিয়ে যায় । তাছাড়া কোনো প্রকার মামলা না দিয়েই গাড়িটি অকেজো করে দেয় ।
সরজমিনে গিয়ে লরি অকেজো করার সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে ডিউটিরত অফিসারকে জিজ্ঞেস করলে অফিসার বলেন ,এই গাড়িটি রাস্তার মধ্যে থাকার কারণে ওসির , নির্বাহী কর্মকর্তার এবং সার্কেল এসপির নির্দেশে গাড়ির ৬ টি চাকার হাওয়া ছেড়ে দেয়া হয় এবং গাড়ি বিভিন্ন সরঞ্জাম থানায় নিয়ে আসি ।
ওসি এ ব্যাপারে কথা বলতে অসম্মতি জানান । তাছাড়া তিনি নির্বাহী কর্মকর্তা ও সার্কেল এসপির নির্দেশে করা হয়েছে বলে উনাদের সাথে কথা বলার জন্য বলেন ।
নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না বা তাদেরকে ও এ ব্যাপারে কোনো নির্দেশ দেইনি । তাছাড়া কোন অন্যায় থাকলেও এমনটা করতে পারেনা চাকার হাওয়া ছাড়া, সরঞ্জাম নিয়ে আসা এটা কোন আইনে নেই । তবে তারা গাড়িটি থানায় নিয়ে আসতে পারতো।
গাড়ির মালিক আব্দুল আলী বলেন ,আমার নিজস্ব প্রয়োজনে গাড়িটি বের করেছিলো , তখন ড্রাইভার এর পরিবারের কলহের কারণে পরিষদের সামনে গাড়িটা রেখে চলে গিয়েছিল।
এ সময় এসে তারা আমার গাড়ির অনেক সরঞ্জাম নেয় এবং চাকার হাওয়া ছেড়ে দেয়।এত করে আমার ১,৫০,০০০টাকার মতো ক্ষতি হয়েছে এবং সাব ইন্সপেক্টর সৌরভ ৩০ তারিখ ফোন দিয়ে ২০,০০০ টাকা দাবি করে। তাই কোন উপায় না পেয়ে নেত্রকোনা জেলা সুপার বরাবর একটি অভিযোগ করি অভিযোগ করার কারণে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছে ।তাছাড়া ৭তারিখ আমার নিজস্ব লোক কে জিনিসগুলা আনার জন্য পাঠিয়েছিলাম কিন্তু তারা দেইনি উল্টো আরো আমাকে হুমকি দিয়েছে ধরে নিয়ে যাবে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কাছে আমার আকুল আবেদন এর সুস্থ বিচারের।
No comments:
Post a Comment