আটপাড়ায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত ৪০০ বাড়ি, আহত ১০ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

25 May, 2020

আটপাড়ায় আকস্মিক ঝড়ে বিধ্বস্ত ৪০০ বাড়ি, আহত ১০



তানজিলা আক্তার রুবি   : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় চারটি ইউনিয়নের প্রায় ২০ টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়। এ প্রবল  ঝড়ে প্রায় ৪০০শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। ২৫শে মে,  সোমবার,   আনুমানিক সকাল ৮.২০ মিনিটে এই ঘটনা ঘটে।   ১০মিনিট ব্যাপী স্থায়ী আকস্মিক ঝড়ে উপজেলার ঘরবাড়ি সহ শতশত গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে। 

আকস্মিক ঝড়ে উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল: স্বরমুশিয়া ইউনিয়নে স্বরমুশিয়া কান্দিপাড়া ও রামেশ্বরপুর,  বানিয়াজান ইউনিয়নে বানিয়াজান,  পাঁচগছ, আটিকান্দা,  মহড়াকান্দা,
শুনই ইউনিয়নে গোয়াতলা,  কালিয়াখালী, ভরতোষী, ভরতোষীর চর, সাবাজপুর,  দরবেশপুর, ইছাইল, আলীপুর, শিমুলতলা,
লুনেশ্বর ইউনিয়নের দেওগাঁও, দেওগাঁও গোবিন্দপুর, লক্ষীপুর,  লক্ষীপুর নয়াবাড়ি,  শিরালদি, নারায়ণপুর, খিলাপাড়া,  খিলা, কুতুবপুর,  কাউপুর। 
তাছাড়া ঝড়ের তান্ডবে উপজেলার নারায়ণপুর, খিলাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ১০ জন আহত হয়। আহতদের মধ্যে নারায়ণপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে আল-কাইয়ুম (৬) গুরুতর ভাবে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তন্মোধ্যে মল্লিকপুর গ্রামের মৃত জয়নাব আলীর স্ত্রী কাঞ্চনের মা (৬৫) আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।
এছাড়া আকস্মিক ঝড়ে উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলো হলো: স্বরমুশিয়া ইউনিয়নের  রামেশ্বরপুর সরকারি প্রাঃ বিদ্যালয় , বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা মাদ্রাসা  , মাঝিবাড়ি মন্দির, শুনই ইউনিয়নের  ভরতোষী ভূমি অফিস সংলগ্ন মসজিদ, শুনই শান্তিপুর মসজিদ, বাগবাড়ী দক্ষিণপাড়া মসজিদ,  গোয়াতলা লাঙ্গুলিয়া খালপাড় মসজিদ এবং লুনেশ্বর ইউনিয়নের দেওগাও  ইবতেদায়ী মাদ্রাসা, কাউপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,  কুতুবপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রচণ্ড ঝড়ের তান্ডবে গাছপালা লণ্ডভণ্ড হয়ে রাস্তাঘাটে পড়ে আছে,  এমনকি অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে, ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে। যার ফলে উপজেলায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক ভাবে পরিদর্শনে যান আটপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মোহাম্মদ খায়রুল ইসলাম,  উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা,  ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন,  প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা।
স্ব স্ব ইউনিয়ন পরিদর্শনকালে উপস্থিত ছিল শুনই ইউপি চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু, লুনেশ্বর ইউপি চেয়ারম্যান মাহফুজুল ইসলাম খান শিরীন,  স্বরমুশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য যে, স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর এবং লুনেশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রাম ঝড়ের তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শনকালে আরোও উপস্থিত ছিল, উপজেলা আওয়ামীলীগ সদস্য জুয়েল পাঠান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল,  উপজেলা যুবলীগ সহ-সভাপতি মাহমুদুল হাসান খান রুবেল,  উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক আলী খান, স্ব স্ব ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপজেলা সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ।

No comments:

Post a Comment