আবুধাবি থেকে দেশে আসলো ১৩ প্রবাসীর মৃতদেহ - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 May, 2020

আবুধাবি থেকে দেশে আসলো ১৩ প্রবাসীর মৃতদেহ

সংগৃহীত 
আলোর পথ ডেস্ক:   
অধিকাংশের বাড়ি চট্টগ্রামে। আর এরা কেউই কোভিড-১৯ এ আক্রান্ত নন। হৃদরোগসহ অন্যান্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৩ মে) ইত্তেহাদ এয়ারলাইন্সের বিশেষ কার্গো ফ্লাইট ইওয়াই ৯২১-এ করে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বিভিন্ন মর্গে থাকা এই ১৩ প্রবাসী বাংলাদেশির মৃতদেহ দেশে পাঠাল আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস।
এ নিয়ে আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর মুহাম্মদ আবদুল আলিম মিয়া জানান, বিমান পরিসেবা বন্ধ থাকায় বাংলাদেশি মৃতদেহ দেশে ফেরত পাঠানো সম্ভব না হওয়ায় কিছু মৃতদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রক্ষিত ছিল। বুধবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইত্তেহাদ ইওয়াই ৯২১ ফ্লাইটে ১৩টি মৃতদেহ দেশে পাঠানো হয়। ফ্লাইটটি সকাল ৯ টা ৪৫ মিনিটে ঢাকা উদ্দেশে রওনা করে।

©ppbd news

No comments:

Post a Comment