মোঃ সাজেদুল ইসলাম
-মাগুরা প্রতিনিধি
নিজেদের ইট ভাটার আফিস ভবনের ছাদে জমে থাকা পানি অপসারন করতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
গতকাল বিকালে মাগুরা সদরের আলোকদিয়া গ্রামের চরপুকুরিয়া এলাকায় এক ইটের ভাটার অফিস ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মধুখালী উপজেলার আমিন মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (৩২) আর একই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে রবিউল হোসেন রয়েল (২৮)।
জানা গিছে আলোকদিয়ার চরপুকুরিয়ায় নিহত রয়েলের ইটের ভাটার ছাদে জমে থাকা বৃষ্টির পানি বিকালে সে এবং তার চাচাতো ভাই সুমন অপসারনের কাজে যায়। ভবনের এক কোণে ঘোষে ছিল বিদ্যুতের তার। পানি অপসারনের সময় তারা বিদ্যুৎ স্পর্শিত হয়। তারপর স্হানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত্যু বলে ঘোষনা দেন।
No comments:
Post a Comment