মোঃ মোখলেছুর রহমান, গাজীপুর :
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস কোভিড-(১৯) নিয়ে গুজব ছড়ানোর দায়ে মোঃ আল আমিন(৩০) এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। গতকাল শুক্রবার পৌনে ৩ টার সময় গাজীপুরের সদর থানাধীন সালনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলামিন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার তেতু্ঁলিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেনের এর ছেলে।
র্যাব জানায় এসময় তার কাছে থেকে ১ টি মোবাইল ফোন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গুজব সৃষ্টিকারী সরকার ও রাষ্ট্রবিরোধী ফেইজবুকের বিভিন্ন পোষ্ট স্ক্রীনশটের ১৫ টি কপি উদ্ধার করা
হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে গুজব সৃষ্টিকরে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টিসহ সামাজিক অস্থিরতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করারর কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় র্যাব।
No comments:
Post a Comment