রবিউল করিম, গাজীপুর থেকেঃ
গাজীপুরে দুর্বৃত্তের হাতে নিহত তিন শিশু সাওরী, ফাদিল ও নুরা সাবরিনা
শ্রীপুরের ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত মা-মেয়েসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা।
তার মধ্যে সাবরিনা নুরা (১৬) (বড় মেয়ে) ও এইচএকে স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আজ এসএসসির ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু সেই ফলাফল দেখার সৌভাগ্য হয়নি নুরার। তার আগেই লাশ হতে হয়েছে তাকে।
ইতোমধ্যে নুরা ও তার পরিবারের ৩ সদস্যকে হত্যার মুল আসামীরা আটক হয়েছে।
নুরা ছিল ৩ ভাই বোনের মাঝে বড়। সে ২০২০ সনের এইচকে স্কুল থেকে ঢাকা শিক্ষাবোর্ড এর অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার রোল নং ১২৩২২৩। সে সফলভাবে জিপিএ ৫ অর্জন করে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে এই ফলাফল দেখার সুযোগ দেয়নি।
নুরা মালয়েশিয়ায় প্রবাসী কাজল মিয়ার মেয়ে। কাজল মিয়া গত ১৫ বছর আগে স্মৃতি নামের ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত ওই নারীকে বিয়ে করে জৈনা এলাকায় বসবাস করে আসছেন। স্বামী কাজল বর্তমানে মালয়েশিয়া থাকায় তিন মেয়েসহ নিজের বাড়ির ২ তলায় থাকতেন স্ত্রী ফাতেমা।
সন্ত্রাসীরা ধর্ষণ করে সবাইকে গলা কেটে হত্যা করেছিল বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।
র্যাব গত ২৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক করেন।
উল্লেখ্য, সোমবার (২৭ এপ্রিল) এই ঘটনায় জড়িত আরেক সদস্য পারভেজকে আটক করে পিবিআই। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জন আটক হয়েছে।
No comments:
Post a Comment