গাজীপুরে বাসা ভাড়া কমানোর আশ্বাস দিয়েছে বাড়ির মালিকরা - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

13 May, 2020

গাজীপুরে বাসা ভাড়া কমানোর আশ্বাস দিয়েছে বাড়ির মালিকরা


স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ 
গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাসরত গার্মেন্ট শ্রমিকদের বাসা ভাড়া কমাতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ।

বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের মন্টেক্স গার্মেন্টের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। সাড়া দিয়ে বাড়ির মালিকরা তাঁদের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে আহ্বান বাস্তবায়নের আশ্বাস দেন।
গাজীপুরে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এ ভাইরাসের প্রভাবে কর্মহীনসহ অধিকাংশ পোশাক শ্রমিকরা অর্থ সঙ্কটে পড়েছে। এ সঙ্কট কাটিয়ে উঠতে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নেমেছে গাজীপুর শিল্প পুলিশ। তারা করোনা পরিস্থিতি মোকাবেলা করতে অসহায় ও দরিদ্র পোশাক শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। তারা বিভিন্ন কারখানার শ্রমিকদের বাড়িভাড়া কমানোর জন্য স্থানীয় বিভিন্ন বাড়ির মালিক, জনপ্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম সরকার জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকাস্থিত মন্ডল গ্রুপের মনটেক্স কারখানা ক্যাম্পাসে বুধবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, জিএমপি’র কাশিমপুর ও কোনাবাড়ী অঞ্চলের সহকারী কমিশনার আহসান, কাশিমপুর থানার ওসি আকবর আলী খান, শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল জলিল ও অপূর্ব হাসানসহ গাসিক’র স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন বাড়ির মালিক, জনপ্রতিনিধি, কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।

No comments:

Post a Comment