কোনাবাড়ী বাইমাইলে শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সহায়তা প্রদান - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

18 May, 2020

কোনাবাড়ী বাইমাইলে শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সহায়তা প্রদান


মোঃ মোখলেছুর রহমান স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় অসহায় স্কুল শিক্ষার্থীদের পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 
বাংলাদেশ চিল্ড্রেন স্পন্সরশীপ সার্ভিস (বিসিএসএস)এর অর্থায়নে মঙ্গলবার (১৯ মে) কোনাবাড়ী বাইমাইল এলাকায় লাইট স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে স্কুলের ২৬০জন শিক্ষার্থীদের পরিবারের মাঝে দশ কেজি করে চাল,দুই কেজি ডাল দুই কেজি পিঁয়াজ,দুই কেজি আলু,দুই কেজি লবণ দুই কেজি হুইল পাউডার,দুই লিটার তেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,  অত্র ওয়ার্ড  কাউন্সিলর মোঃ আব্বাস উদ্দিন খোকন বাংলাদেশ  চিল্ড্রেন স্পনসরশীপ সার্ভিস (বিসিএসএস)এর কর্মকর্তা ইন্দ্র কিশোর হাজরা, গাজীপুর মহানগর আওয়ামিলীগের সদস্য  আব্দুর রহমান মাস্টার,অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শামু,লাইট স্কুলের পরিচালক মার্টিন বৌদ্ধ, প্রধান শিক্ষিকা রানী মন্ডল।

No comments:

Post a Comment