গাজীপুরে ঈদের পর চাপ বাড়ছে কর্মমুখী মানুষের, আসছে ভেঙে ভেঙে - Alorpoth24.com | সত্য প্রকাশে কলম চলবেই

শিরোনাম

28 May, 2020

গাজীপুরে ঈদের পর চাপ বাড়ছে কর্মমুখী মানুষের, আসছে ভেঙে ভেঙে

      


স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরী এখন বেশ ফাঁকা। ঈদে ছুটি না হলেও নেই জনসমাগম এর দৃশ্য।

ঈদের সরকারি নির্দেশনায় বেশিরভাগ গার্মেন্টস ছুটি না হলেও অন্যান্য পেশার মানুষ শহর ছেড়েছিলেন । ছুটি শেষে গতকাল বুধবার ছিল প্রথম খোলার দিন। বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়ছে। গণপরিবহন এখনো চালু না হলেও অটো রিকশা, মটর সাইকেল এবং প্রাইভেট গাড়ির সহযোগিতা নিয়ে আসছে কর্মমুখী মানুষ। তবে বাড়তি ছুটি নিয়ে বাড়ি যাওয়া লোকজন ফিরবে ধীরে ধীরে।

গতকাল সকাল থেকে গাজীপুরে নেমেই যাত্রীরা নিজ নিজ বাসায় ফিরছে।
চন্দ্রা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,

যারা গাজীপুর ছেড়ে বাড়ি গিয়েছিল ঈদ কাটাতে তারা  একদিনের জন্য হলেও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে পারায় খুশি।

সাধারণছুটি বাড়বে না ঘোষনায় আরো চাপ বাড়বে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান  বলেন, ‘ঈদের আগে মানুষ যেভাবে বাড়ি পৌঁছে গিয়েছে।  সেভাবেই কর্মস্থলে ফিরছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি।     

গতকাল দুপুরে সিরাজগঞ্জ থেকে আসা মনির হোসেন হাবিব বলেন, ‘ঈদের আগে সীমাহীন ভোগান্তি নিয়ে গিয়েছিলাম আবার ফিরতে হচ্ছে। কারন ব্যাচেলর হওয়ায় গাজীপুর একা ঈদ কাটানো সম্ভব ছিলো না।

তবে উত্তরবঙ্গ থেকে ফিরতে সিরাজগঞ্জ সেতু পারাপারের ব্যবস্থা না থাকায় অনেকে নৌকায় পার হচ্ছে বিভিন্ন এলাকা দিয়ে। ইতোমধ্যে নৌকাডুবির ঘটনাও ঘটেছে।


No comments:

Post a Comment