স্টাফ রিপোর্টার:
নিখোঁজের ৫ ঘন্টা পর গাজীপুর সিটি কর্পোরেশনের ( অঞ্চল ৭) এর নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে দিয়াবাড়ি ফাঁড়ি পুলিশ।
গতকাল সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি রাস্তার পাশ থেকে
লাশটি উদ্ধার করা হয়।
নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলাইপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে।
তিনি পরিবার নিয়ে রাজধানী মিরপুরে
২ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ৫ তলায় নিজ ফ্লাটে থাকতেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা আক্তার বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত মো.দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। গাজীপুর সিটি
কর্পোরেশনের কোনাবাড়ী আঞ্চলিক প্রধান আবু সাঈদ মোল্লা জানান, প্রকৌশলী দেলোয়ার হোসেন গতকাল (সোমবার) সকালে অফিসের উদ্দেশ্যে ঢাকার মিরপুরের বাসা থেকে বেড় হন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নিহতের স্ত্রীর পক্ষ থেকে তিনি অপহরণের শিকার হয়েছেন বলে দাবি করা হয়।
এদিকে এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান দিয়াবাড়ি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল আলম।
No comments:
Post a Comment